শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভারপ্রাপ্ত সচিব হলেন ৩ জন

সিনিয়র সচিব জাফর আহমেদসহ ৪ সচিবের দফতর বদল

নিজস্ব প্রতিবেদক

সরকার পাঁচ সচিবের দফতর রদবদল করেছে। একই সঙ্গে তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। গতকাল রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে। ওই আদেশেই ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কাশেমকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের  হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বলা হয়েছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বে থাকা সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, সচিব পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. আসাদুল ইসলামকে স্বাস্থ্য বিভাগে ও  জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মো. কামাল উদ্দিন তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এনডিসিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর