শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিকল্পধারার সঙ্গে সংলাপ আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় ইসলামী ঐক্যজোট-যুক্তফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কথা রয়েছে বিকল্পধারা বাংলাদেশের। যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নিতে পারেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লেখা এক চিঠিতে বিকল্পধারার মহাসচিব এ তালিকা দিয়েছেন। চিঠিটি গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। চিঠিতে মেজর মান্নান গণভবনে ২ নভেম্বর সন্ধ্যায় সংলাপের সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান। গণভবনে নৈশভোজে সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোনো মাছের ঝোল ও মসুরের ডাল রাখার জন্য বি চৌধুরীর পক্ষ থেকে অনুরোধ  জানানো হয়েছে। প্রতিনিধি দলে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও থাকবেন দলটির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান,  প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, বিকল্পধারা জাতীয়  নির্বাহী কমিটির সহসভাপতি মিসেস মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপিত নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ও জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান। এদিকে সংলাপের সময় চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইসলামী ঐক্যজোট ও ৩৫-দলীয় জোট যুক্তফ্রন্ট। ইসলামী ঐক্যজোটের চিঠি : গতকাল বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যুক্তফ্রন্টের চিঠি : দুপুর ১২টায় ধানমন্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দফা নিয়ে সংলাপের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে লায়ন সালাম মাহমুদের নেতৃত্বাধীন ৩৫-দলীয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট। সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে বাম জোটের চিঠি : এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ চেয়ে চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল  বিকাল ৫টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহণ করেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। আওয়ামী লীগ অফিসে চিঠি নিয়ে যান সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহেল কাফি, বাসদ নেতা খালেকুজ্জামান লিমন ও বিপ্লবী ওয়ার্কার্স পাটি নেতা আকবর খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর