রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

উন্নয়ন-সমৃদ্ধির ধারা অক্ষুণ্ন রাখতে হবে

—আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের উন্নয়ন-সমৃদ্ধির ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতেই হবে। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে পারস্পরিক ভেদাভেদ ভুলে সম্মিলিত ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। গতকাল সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত ‘সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও নির্বাচনী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রাণভোমরা হচ্ছে জনগণ। জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ। আসন্ন সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্টের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

ইসলামিক ফ্রন্ট নগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন, জাসদ (ইনু)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন বাবুল, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মহানগর সহসভাপতি অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, সহসাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ, ডা. হাসমত আলী তাহেরী, সাংগঠনিক সম্পাদক এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম, ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, জাসদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ আজাদ দোভাষ প্রমুখ।

সর্বশেষ খবর