সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুলনা বিএনপির অভিযোগ

সংলাপের পরও নতুন মামলায় হয়রানি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সংলাপের পর খুলনায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার তালিকা পাঠানো হয়েছে। কিন্তু একই সঙ্গে নতুন মামলায় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। সংলাপের রাতেও খুলনায় দুটি গায়েবি মামলা হয়েছে। গতকাল খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, খুলনা সিটি নির্বাচনের মতো ভোট ডাকাতি ও সন্ত্রাসের চেহারা নিয়ে হাজির হতে চায় সরকার। ওই নির্বাচনে বিএনপির কয়েকশ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দিয়ে এজেন্টদের আটকে রাখা হয়েছে। তিনি বলেন, গত ২৬ অক্টোবর থেকে আজ পর্যন্ত বিএনপির ৮৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় আদালত থেকে জামিন পাওয়া যায় না, তাই হাই কোর্ট পর্যন্ত যেতে হয়। এজন্য একজন কর্মীকে বিনা অপরাধে গায়েবি মামলায় এক মাস, দেড় মাস অথবা দুই মাস নিপীড়ন সহ্য করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, জাফর উল্লাহ খান সাচ্চু, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আবদুর রহমান, ফখরুল আলম।

সর্বশেষ খবর