সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনকে ইস্যু বানাবেন না

বিশ্ব সম্প্রদায়কে পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসনকে ইস্যু না বানাতে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ঢাকায় গতকাল এক সেমিনারে তিনি এ আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি জেমস লিঞ্চসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন, ‘ফিরে যাওয়ার বিষয়ে রোহিঙ্গারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। এটি বাংলাদেশের সিদ্ধান্ত নয়, মিয়ানমারের নয়, ইউএনএইচসিআরেরও নয়। আমরা তাদের স্বাগত জানিয়েছি এবং তাদের জন্য যা করা প্রয়োজন করছি। তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। এটিকে বাংলাদেশের জন্য ইস্যু তৈরি না করতে আপনাদের অনুরোধ করব। আশ্রিত রোহিঙ্গারা যাতে তাদের পছন্দ বেছে নিতে পারে সে জন্য আমরা পরিস্থিতি সৃষ্টি করতে পারি।’  মিয়া সেপ্পো সেমিনার শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা নিবিড়ভাবে সমন্বয় করছি।’ পররাষ্ট্র সচিব জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতেই সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ যতটা প্রত্যাশা করেছিল তার চেয়েও বেশি আলোচনা জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে হয়েছে।    

সর্বশেষ খবর