সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চার বছর পর ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি সেবা

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রায় চার বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ রেডিওথেরাপি সেবা কার্যক্রম চালু হচ্ছে। এ জন্য প্রায় সাড়ে ১০ কোটি টাকায় কেনা রেডিওথেরাপি মেশিনটি আগামী ১৩ নভেম্বর চালু হবে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। এটি চালু হলে দৈনিক গড়ে ১০০ থেকে ১৫০ রোগী  রেডিওথেরাপির সেবা পাবেন। উন্নত প্রযুক্তির মেশিনটি চালু হলে চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের সুচনা হবে। কমবে ভোগান্তি, সেবা পাবেন গরিব-অসহায় রোগীরা। জানা যায়, প্রায় চার বছর ধরেই ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিওথেরাপি মেশিনটি অকার্যকর ছিল। পরে সেটির পরিবর্তে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন রেডিওথেরাপি মেশিন কেনা হয়। গত ৩১ অক্টোবর পরমাণু শক্তি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল মেশিনটির সোর্স পরীক্ষা-নিরীক্ষা করে। এর পর গত ৪ নভেম্বর সোর্স থেকে রেডিয়েশন নির্গমন সংক্রান্ত ‘বিপদমুক্ত’ বলে সনদ দেয়। এর পরই মেশিনটি সেবার জন্য চালুর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ সূত্রে জানা যায়, ক্যান্সার চিকিৎসায় ২০০২ সালে কোবাল্ট নামের রেডিওথেরাপি মেশিন চালু হয়। এর কার্যকারিতা ছিল ১০ বছর। ২০১২ সালে মেশিনটির মেয়াদ শেষ হলেও নানা চেষ্টায়  মেশিনটি দিয়ে রোগীর সেবা দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৪ সালের শেষ দিকে এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এর পর নানা প্রক্রিয়া শেষে গত বছরের নভেম্বরে চট্টগ্রাম বন্দরে আসে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের চার হাসপাতালের জন্য চারটি রেডিওথেরাপি মেশিন। জার্মানির উন্নত প্রযুক্তির মেশিনটি বন্দর থেকে হাসপাতালে আসে গত ৩০ জানুয়ারি। গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে হাসপাতালের পুরনো রেডিওথেরাপি মেশিনটি অকার্যকর ঘোষণা করে।

গত ৫ জুন থেকে উন্নত প্রযুক্তির মেশিনটি স্থাপনের কাজ সম্পন্ন করে।

সর্বশেষ খবর