শিরোনাম
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহাজোটের প্রার্থী ঘোষণা রবিবার

মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর রেখে দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জোটের ঐক্য ঠিক রাখা এবং ‘বিদ্রোহী’ এড়াতে জোটগতভাবে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৫ নভেম্বর রবিবার এই প্রার্থী ঘোষণা হবে। জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে। দলের নীতিনির্ধারণী সূত্র মতে, আগে থেকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে মহাজোটের আসন ভাগাভাগির সময় দু-একটি আসন পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হবে। দলীয় প্রার্থী বসিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে। যদিও আওয়ামী লীগ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর রেখে দেবে, যদি শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করতে হয় এ কারণে, এর পরও জটিলতা এড়াতে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, জোট শরিকদের ৬০টি আসন ছাড়তে চায় আওয়ামী লীগ। যদিও শরিকদের দাবি অনেক বেশি। তাই অনেক হিসাব-নিকাশ মেলাতে হচ্ছে দলটিকে। জোটের স্বার্থে দরকষাকষিতে এ সংখ্যা বাড়তেও পারে। জানা গেছে, আওয়ামী লীগ ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সেই সঙ্গে জোট প্রার্থীদের কোথায় কোথায় ছাড় দেওয়া হবে তেমন একটি খসড়া তালিকাও করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে জোটের শরিকদের সঙ্গে বৈঠকে মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত। জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর জোটগতভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন কে কোন আসনে নৌকার প্রার্থী হবেন।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর