শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক মানে যাচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

প্রস্তুতি ভূমি অধিগ্রহণের

আবদুল বারী, নীলফামারী

আন্তর্জাতিক মানে উন্নীত হওয়া সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রসারণ কাজের জন্য ইতিমধ্যে জমির পরিমাপ নির্ধারণ করে নিশানা টাঙানো হয়েছে অন্তর্ভুক্ত এলাকায়। এখন চলছে ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি শাখা সূত্র জানায়, সম্প্রসারিত করার জন্য ৮৫২ একরেরও বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে কর্তৃপক্ষকে। অধিগ্রহণ করা হবে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ৫৩৫ একর এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ৩১৭ একর জমি। সম্প্রসারিত হওয়ার ফলে বর্তমান বিমানবন্দরের ৬ হাজার ফুট রানওয়ে বর্ধিত হয়ে হবে ১২ হাজার ফুটে এবং নতুন করে ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, কার্গো টার্মিনাল, বিল্ডিং কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউস, পাম্প হাউস, ফায়ার স্টেশন, প্রশাসনিক ভবন, অপারেশনাল ভবন, ভিআইপি ও ভিভিআইপি লাউঞ্জ, আবাসিক ভবন নির্মাণ, হ্যাঙ্গার, ভিডিওআর, ডিএমই, এনডিবি, আইএলএস, সিসিআর, এজিএল, রাডার স্টেশন, ওয়াটার সাস্লাই ও ড্রেনেজ সিস্টেম, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এমটি ভবন, কার পার্ক, অ্যাপ্রোচ সড়ক, ইন্টারনাল সড়ক এবং পেরিফেরাল পেট্রল সড়ক নির্মাণ করা হবে। বিমানবন্দর সূত্র জানায়, ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন এবং দুটি উড়োজাহাজ পার্কিংয়ের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে ৬ হাজার ফুট রানওয়ের পরিবর্তে ১২ হাজারে উন্নীত হওয়ায় দেশের বৃহৎ রানওয়েতে পরিণত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। অধিগ্রহণকৃত জমিগুলো পড়েছে সৈয়দপুর পৌরসভা, বাঙ্গালিপুর ইউনিয়ন এবং পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মধ্যে। সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ কাজের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে ১৭ নভেম্বর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর বিমানবন্দর। এখান থেকে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজের ৮টি উড়োজাহাজ নিয়মিত আসা-যাওয়া করছে।

 

সর্বশেষ খবর