শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে : ইসি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। বরিশালে আসন্ন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালাচ্ছে, আরও কয়েক দিন গেলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে। বিরোধী জোটের প্রশাসনে রদবদল দাবির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো  অভিযোগ থাকলে নির্বাচন কমিশন অবশ্যই তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। কমিশন কোনো দায় নিতে চাইবে না। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইউএনডিপি ও ইউএন ওমেনের সহযোগিতায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মো. সাইফুল হক চৌধুরী, উপ-সচিব সাহেদুন্নবী চৌধুরী এবং ইউএনডিপি ইউএন ওমেনের জেন্ডার এক্সপার্ট মিসেস এটসুকো হিরাকাওয়া।

 

সর্বশেষ খবর