শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জের ধরে গতকাল দুপুর সোয়া ১২টায় গৌরনদী বাসস্ট্যান্ডে এ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ছাত্রলীগের পাঁচ নেতাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে এবং পুলিশের দুই সদস্যসহ পাঁচ নেতা-কর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আহতরা হচ্ছেন— কনস্টেবল মো. তুষার ও মো. ইমরান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক    আরিফ মিয়া, তার ভাই জিহাদ মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা অমিত দত্ত, রাসেল হাওলাদার, রিয়াজ হাওলাদার, রিপন হাওলাদার, নয়ন হাওলাদার, রনি হাওলাদারসহ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গৌরনদী বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা আতিক মিয়া, তার ভাই ছাত্রলীগ নেতা আরিফ মিয়া ও জিহাদ মিয়া এবং সুজন সমর্থক ফিরোজ সিকদারকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর