শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে ববির জোট হারিকেন প্রতীকে

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন আরেকটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটল। ‘গণঐক্য’ নামের নতুন এ রাজনৈতিক জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হারিকেন’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ মুসলিম লীগ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সমন্বিতভাবে আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। জোটটির সব প্রার্থী মুসলিম লীগের প্রতীক ‘হারিকেন’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল ‘গণঐক্য’ আত্মপ্রকাশ করে। এ সময় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির    সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুরী, এনডিএমের যুগ্মমহাসচিব পারভেজ খান, দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ জোটের মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, এনডিএমের সমন্বয়ে গঠিত এই নির্বাচনী জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এ জোটের প্রতীক হবে হারিকেন।

 ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএমের যুগ্মমহাসচিব মোমিনুল আমিন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর