বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে উৎসবের মাঝেও উৎকণ্ঠা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে কিছু ক্ষেত্রে ছিল উৎকণ্ঠাও। সিলেটের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা গতকাল সকাল থেকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কয়েকজন প্রার্থী নিজ নিজ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন মনোনয়নপত্র। সিলেট-২ ও সিলেট-৫ জাপার যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। অবশ্য সিলেট-৫ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদারকে প্রার্থী করা হয়েছে। তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাফিজ মজুমদার ও সেলিম উদ্দিনের মধ্যে শেষ পর্যন্ত কে মহাজোটের চূড়ান্ত প্রার্থী হবেন, তা নিয়ে উভয়ের মধ্যেই কাজ করছে উৎকণ্ঠা। এদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াত সিলেট-৫ ও সিলেট-৬ আসন দুটি দাবি করেছে। অন্যদিকে খেলাফত মজলিস চায় সিলেট-২ ও সিলেট-৩ আসন। কিন্তু শরিকদের এই দাবি অগ্রাহ্য করে বিএনপি সিলেটের ছয়টি আসনেই একাধিক নেতাকে প্রার্থী হিসেবে চিঠি দিয়েছে। এসব নেতা মনোনয়নপত্রও দাখিল করেছেন। এর ফলে শরিকরা এখানে আসন পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে। এ ছাড়া সিলেট-৫ আসনে জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী ও সিলেট-৬ আসনে মাওলানা হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সিলেট-২ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও সিলেট-৩ আসনে জেলা শাখার যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন জমা দেন মনোনয়নপত্র। এদিকে প্রায় সব আসনেই বিএনপি থেকে একাধিকজন মনোনয়নপত্র দাখিল করায় তাদের মধ্যে চূড়ান্ত প্রার্থী হওয়া নিয়ে উৎকণ্ঠা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড শেষ পর্যন্ত কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেয়, এ নিয়ে ভিতরে ভিতরে শঙ্কায় সিলেটে মনোনয়নপত্র জমা দেওয়া নেতারা।

সর্বশেষ খবর