বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
বসুন্ধরা চক্ষু হাসপাতাল

বিনামূল্যে ২১ রোগীর ছানি অপারেশন

নিজস্ব প্রতিবেদক

রহিমা খাতুনের বয়স ৮৫। চোখে ছানি পড়ায় খুব কাছে থেকে দেখলেও চিনতে পারেন না পরিবারের সদস্যদের। চোখের আলো নিভে গেলেও আর্থিক সঙ্গতি না থাকায় অপারেশন করাতে পারেননি তিনি। শুধু রহিমা খাতুন নয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২১ জন হতদরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। বসুন্ধরা চক্ষু হাসপাতালের মানবসম্পদ ব্যবস্থাপক আহসান হাবিব জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভারোইল গন্ধগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত ২৬ অক্টোবর চক্ষু শিবিরের আয়োজন করেছিল বসুন্ধরা চক্ষুু হাসপাতাল ও রিসার্চ সেন্টার এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন। চক্ষু শিবির করতে সহায়তা করেছেন স্থানীয় সমাজ সেবক সফিউল আহাদ সরদার। এ উপজেলার প্রায় ৬০০ মানুষকে চোখের বিভিন্ন সমস্যায় সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮ জন অসহায় মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করবে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই হাসপাতালে ধাপে ধাপে তাদের অপারেশন সম্পন্ন হবে। বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ বলেন, দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দিতে প্রতি মাসে প্রত্যন্ত গ্রামগুলোতে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। অপারেশনযোগ্য হতদরিদ্র রোগীদের এ হাসপাতালে নিয়ে এসে অপারেশন করে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর