শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি!

গৌরনদী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে বিএনপির দুই নেতার বাড়ি গিয়ে আতঙ্ক সৃষ্টিসহ জাতীয় নির্বাচনের আগে বাড়ি না থাকতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলা সদরের দক্ষিণ বিজয়পুর এলাকায় এ হুমকির ঘটনা ঘটে। গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান শরীফ অভিযোগ করেন, হামলা-মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। বাড়িতে তার স্ত্রী পারভিন আক্তার (৩৫) ছেলেকে নিয়ে থাকেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে। তারা ছেলের কাছে তার সন্ধান জানতে চায়। তিনি বাড়ি নেই শুনে যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তার স্ত্রীকে ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে বাড়িতে না থাকার হুমকি দেয়। বাড়িতে থাকলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। অন্যদিকে গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপন জানান, পুলিশের হয়রানির কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। তার স্ত্রী শামীমা খানম শিশুকন্যাকে নিয়ে বাড়িতে থাকেন।

 স্বপন অভিযোগ করে বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী আমার স্ত্রীকে ৩০ ডিসেম্বরের আগে আমি যেন বাড়িতে না আসি এমন হুমকি দিয়ে চলে যায়।’ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বলেন, এ ঘটনার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। এদিকে বিএনপির কোনো নেতার বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার কোনো অভিযোগ পাননি বলে দাবি করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

সর্বশেষ খবর