শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাভারে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ লাশ

প্রতিদিন ডেস্ক

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে এক সপ্তাহ ধরে নিখোঁজ এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—সাভার : আশুলিয়ায় এক যুবককে ৮ টুকরো করে হত্যার ঘটনার মূল হোতা বাবলু মুন্সী (২৭) গ্রেফতারের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল ভোরে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। নিহত বাবলু বগুড়া জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের মুনাসীপাড়ার বাবর আলীর ছেলে। পুলিশ জানায়, ১২ নভেম্বর আশুলিয়ার ইয়ারপুর এলাকার পোশাক শ্রমিক মেহেদী হাসান টিপুকে অপহরণের পর হত্যা করে লাশ ৮ টুকরা করে ফ্রিজে ভরে রাখে বাবলু মুন্সী।  টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে এক সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সৈকত এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার মৃতদেহটি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফের (২৮)।

 তিনি এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মৃতদেহের বুকসহ কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর