শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ডিজিটাল আইনে প্রথম চার্জশিট

মইনুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

আদালত প্রতিবেদক

নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন অভিযোগপত্র গ্রহণ করে অধিকতর জামিন শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. শামীম আল মামুন সাংবাদিকদের জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই প্রথম অভিযোগপত্র ট্রাইব্যুনালে এসেছে এবং ট্রাইব্যুনাল তা গ্রহণ করেছে। গতকাল আসামির উপস্থিতিতে এ অভিযোগপত্র গ্রহণ করে আদালত। এরআগে মইনুল হোসেনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামিনের আবেদন করেন।

 শুনানিতে তিনি বলেন, চার্জশিট আমলে নেওয়ার বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আপনি (বিচারক) জামিন দিন অথবা নাই  দেন, কিন্তু একটা আদেশ দেবেন আশা করি। শুনানি শেষে বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে জামিন শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেন। এরপর মইনুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আপনারা দেখেছেন, এক কথায় ২২টি মামলা হয়েছে। আমি কী বলেছি। তার প্রেক্ষিতে এ ধরনের মামলা হতে পারে কি-না। আমি বলব, প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিলেন, আপনারা মামলা করেন, আমরা দেখব। এরপর একে একে মামলা শুরু হলো। তাই এগুলো প্রধানমন্ত্রীর নির্দেশিত মামলা।’  এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন বলে মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠে। পরে ২৪ অক্টোবর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে এ মামলা করেন। গত ৮ নভেম্বর গুলশান থানার পুলিশ তদন্ত করে এ মামলায় মইনুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এর আগে রংপুরে হওয়া একটি মামলায় মইনুল হোসেনকে ২২ অক্টোবর গ্রেফতার করার পর এখন কারাগারে আছেন।

সর্বশেষ খবর