শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বিকাল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে দুই ঘণ্টার এই  বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজিং টিরিংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ইইউর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনি মারিয়া গোনারি ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়ন ও বিএনপির পক্ষে কেউ গণমাধ্যমের কাছে কিছু বলেননি। তবে নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি না করা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের  গ্রেফতার, মামলা দায়েরসহ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রধান অন্তরায়সমূহ ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে। দলের মনোনীত প্রার্থীদের গ্রেফতারের বিষয়টি নেতারা তুলে ধরেছেন। ইইউর এই প্রতিনিধি দলটি দুপুরে আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করে। ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাতে পারছে না। তার বদলে ইইউর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনি মারিয়া গোনারি মঙ্গলবার ঢাকায় পৌঁছান।

গত ১৫ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে গৃহীত এক প্রস্তাবে নির্বাচনের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা হয়। এ নির্বাচন ‘শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার সঙ্গে’ হবে বলে আশা প্রকাশ করে  সেখানে সব রাজনৈতিক পক্ষকে ‘সহিংসতা ও উসকানির পথ’ পরিহারের আহ্বান জানানো হয়। গৃহীত প্রস্তাবে বলা হয়, নির্বাচন হতে হবে এমনভাবে যাতে ‘জনগণের ইচ্ছার’ যথার্থ প্রতিফলন ঘটে।

সর্বশেষ খবর