বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডাকটিকিট অনুরাগীর ভিড়

সাংস্কৃতিক প্রতিবেদক

বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের কাছে চিঠি আদান-প্রদানের ক্ষেত্রে ডাকটিকিট অত্যাবশ্যক। হাজার মাইল দূরের প্রাপকের কাছে চিঠি পৌঁছে দিতে ডাকটিকিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিঠি যত মূল্যবান আর গুরুত্বপূর্ণই হোক এর খামে ডাকটিকিটের সংযুক্তি ছাড়া তা মূল্যহীন। এক সময় শখের বশে অনেকেই ডাকটিকিট সংগ্রহ করত। এই ডাকটিকিট নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনালয়ে চলছে ৫ দিনের প্রদর্শনী। গতকাল ছিল বাংলাদেশ প্রভিশনাল ওভারপ্রিন্ট স্টাডি সার্কেল আয়োজিত ‘স্ট্যাম্প শো ঢাকা ২০১৮’ শিরোনামের এই প্রদর্শনীর চতুর্থ দিন। চতুর্থ দিনে প্রদর্শনালয়ে ছিল ডাকটিকিট অনুরাগীদের উপচেপড়া ভিড়। গ্যালারিতে থরে থরে সাজানো দুর্লভ ডাকটিকিট দেখে নয়ন জুড়ানোর পাশাপাশি ভালো লাগার দৃশ্যগুলোকে সেলফির স্মৃতিতে ধরে রাখার নিরন্তর চেষ্টায় ব্যস্ত ছিলেন জাদুঘরে আগত দর্শনার্থীরা। সংগ্রহে রাখার জন্য কেউ কেউ আবার পুরনো দিনের দুর্লভ ডাকটিকিট কিনে নিয়েই বাড়ি ফিরেছেন। রাজধানীর আজিমপুর থেকে আসা তরুণী রিপা বলেন, ছোটবেলায় ডাকটিকিট জমাতাম। বেশ কিছু ডাকটিকিট আমার সংগ্রহে ছিল কিন্তু সবগুলো হারিয়ে গেছে। এই প্রদর্শনীর খবর পেয়ে ছুটে এলাম। এমন একটি প্রদর্শনী আয়োজন করাতে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রদর্শনীতে কতগুলো ডাকটিকিট ঠাঁই পেয়েছে এ বিষয়ে প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা কিছু জানাতে পারেনি। তারা বলেন, আমরা গুনিনি। এত স্ট্যাম্প গণনা করাটাও কঠিন কাজ। তবে আড়াইশর বেশি ফ্রেমে প্রদর্শিত হচ্ছে ডাকটিকিটগুলো। তারা আরও জানান, প্রদর্শনীর পাশাপাশি এখানে প্রতিদিনই কভার অবমুক্ত করা হচ্ছে। কোনো কিছুর প্রয়োজন ফুরিয়ে গেলে সেটিকে জাদুঘরে সংরক্ষণ করার কথা প্রচলিত থাকলেও এটা মানতে নারাজ প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা। তারা বলেন, আগেকার মানুষদের মতো বর্তমান প্রজন্মের মাঝে ডাকটিকিট সংগ্রহ করার আগ্রহ তৈরি করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাদুঘরের এই প্রদর্শনী শুধু জাদুঘরে সীমাবদ্ধ না থেকে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ৮৯, চুকনগর গণহত্যা দিবস ১৯৭১, বীরশ্রেষ্ঠ স্মারক, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০০৮ স্মারক, বাংলাদেশ স্কাউটসের শতবর্ষ পূর্তি ১৯১৪-২০১৪ স্মারক, নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, জি এ মান্নান ও গওহর জামিল স্মারকসহ বিভিন্ন স্মারক ডাকটিকিট ও বিশেষ বিশেষ দিবসে অবমুক্ত ডাকটিকিটগুলোর পাশাপাশি বিভিন্ন দেশের ডাকটিকিটও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

আজ শেষ হবে ৫ দিনের এই প্রদর্শনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর