শিরোনাম
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্ত্রীর জন্য ভোট চাইলেন রুহুল আমিন হাওলাদার

স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রচারণায় বাবলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সহধর্মিণী নাসরিন জাহান রত্না আমীনের জন্য লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। গতকাল বেলা ১১ টার দিকে বিশেষ হেলিকপ্টারে তিনি বাকেরগঞ্জ আসেন। এরপর তিনি বাকেরগঞ্জ পৌর শহরের সদররোড, বাসস্ট্যান্ড, সাহেবগঞ্জ এলাকায় হেঁটে গণসংযোগ করে সহধর্মিণীর জন্য লাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তার সঙ্গে থাকলেও ছিলেন না মহাজোটের শরিক আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী। গণসংযোগকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মানিক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি ফের হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে চলে যান।

স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রচারণায় বাবলা : স্ত্রী সালমা হোসেনকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী ও জাপা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল সকাল সাড়ে ১০টায় ৫৪নং ওয়ার্ডের শাহাদাত হোসেন সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতাদের নিয়ে গণসংযোগ করেন বাবলা। এসময় তার স্ত্রী ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাপা নেতা ইব্রাহীম মোল্লাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি স্ত্রীসহ মুরাদপুরে স্থানীয় শ্রমিক লীগ ও শ্রমিক পার্টি আয়োজিত প্রচারণা মিছিল শেষ করে পথসভায় বক্তব্য রাখেন। বিকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রচারণা মিছিলে অংশ নেন তিনি। একই সময়ে বাবলার সহধর্মিণী সালমা মহিলা লীগ ও মহিলা পার্টির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৪৭নং ওয়ার্ডের রিভারভিউ, ফরিদাবাদ, ঘোসাইবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর