সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় ভোটের মাঠে আতঙ্ক

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় বিচ্ছিন্ন সহিংসতায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। গত কয়েকদিনে খুলনার রূপসা, ফুলতলা, ডুমুরিয়া, বেজেরডাঙ্গা, আড়ংঘাটা ও পাইকগাছার বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একাধিক মামলাও হয়েছে। খুলনা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় প্রতিদিনই আমরা হামলার শিকার হচ্ছি। এ অবস্থায় ভোটারদের কাছে যেতে পারব কিনা— এ নিয়ে আমরা শঙ্কিত। বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী এম এ সালাম অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের চলন্ত গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর ও ৯ নেতা-কর্মীকে মারধর করেছে। তবে এসব অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ ঘোলা করতে বিএনপির ছত্রছায়ায় জামায়াত এসব সহিংস ঘটনা ঘটাচ্ছে। খুলনার ফুলতলা ও আড়ংঘাটায় জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের ওপরে হামলা করেছে। নির্বাচন থেকে তারা সরে যাওয়ার কৌশল হিসেবে এসব ঘটনা ঘটিয়েছে। এদিকে প্রাপ্ত খবর অনুযায়ী, গত শনিবার রাতে খুলনা-৩ আসনে আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া  গ্রামে ককটেল বিস্ফোরণে সোহরাব সরদার নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হন। ঘটনাস্থলের অদূরে খুলনা-৩ আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী মন্নুজান সুফিয়ানের সমর্থনে গণসংযোগ চলছিল। এর আগে খুলনা-৫ আসনে ফুলতলার বেজেরডাঙ্গা ও গাড়াখোলা আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনাকে সাজানো ও মিথ্যা দাবি করেছেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে তারা খুলনার রূপসা, ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ করেছেন। পাশাপাশি বাগেরহাট-২ আসনে পিসি কলেজ রোডে বিএনপির প্রার্থী এম এ সালামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলেও জানানো হয়। গতকাল খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা-৩ আসনে জাতীয় ঐক্যজোট প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, নির্বাচনী এলাকায় প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এদিকে বাগেরহাট-২ আসনে নির্বাচনী পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী এম এ সালাম। খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাসক দলের সীমাহীন অত্যাচার, নির্যাতন, হামলা, মামলায় নেতা-কর্মীরা বাড়ি ছাড়া। যারা বাড়িতে আছেন তাদের তালিকা করে পিটিয়ে রক্তাক্ত জখম করা হচ্ছে। তিনি জানান, বাগেরহাটের পিসি কলেজ রোডে তার গাড়ি বহরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে। তারা মোটরসাইকেল মহড়া দিয়ে গাড়ি আটকে ভাঙচুর ও ৯ নেতা-কর্মীকে পিটিয়ে জখম করেছে। অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘এসব অভিযোগ আদৌ সত্য নয়। নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় তারা দিশাহারা হয়ে পড়েছেন।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর