সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুড়িগ্রামের পাঠকরা অল্প কথায় বেশি খবর পাচ্ছেন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের পাঠকরা অল্প কথায় বেশি খবর পাচ্ছেন

কুড়িগ্রামের পত্রিকা পাঠকদের কথা, তারা বাংলাদেশ প্রতিদিনে অল্প কথায় সবচেয়ে বেশি খবর পান। যে কারণে অন্য কাগজ পড়ার প্রয়োজন পড়ে খুবই কম। বাংলাদেশ প্রতিদিনে সব ধরনের বস্তুনিষ্ঠ খবর ছাড়াও পাওয়া যায় ফিচার, কলামসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ের ওপর লেখালেখি। এ বিষয়ে পত্রিকার এজেন্ট আবুল কালাম আজাদ বলেন, ব্যাপক চাহিদার কারণে দুপুরের আগেই বাংলাদেশ  প্রতিদিন বিক্রি হয়ে যায়। কারণ পত্রিকাটি সব ধরনের সংবাদে ভরপুর থাকে। এ পত্রিকা পড়লে অন্য কোনো পত্রিকা দেখার প্রয়োজন হয় না। অল্প সময়েই সব খবর দেখা ও পড়া যায়। অন্য এজেন্ট রানা সরকার বলেন, যারা পত্রিকা কেনেন তাদের কথা হলো— বাংলাদেশ প্রতিদিনে এমন কিছু থাকে যা আর কোনো পত্রিকায় থাকে না। বিশেষ করে জনসচেতনতামূলক ও অপরাধ জগৎ সম্পর্কিত লেখা উল্লেখযোগ্য। এ ছাড়া হকাররাও প্রায় একই কথা জানিয়েছেন। তারা জানান, বাংলাদেশ প্রতিদিনে কুড়িগ্রামের খবরকে গুরুত্ব দেওয়া হয়। প্রতিদিনই নানা ধরনের খবর থাকে।

সর্বশেষ খবর