মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জামায়াতের অভিযোগ

ষড়যন্ত্র শুরু করেছে সরকার ও ইসি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন ভোটারবিহীন একতরফা ব্যালট ডাকাতির নির্বাচনের নাটক মঞ্চস্থ করার যে ষড়যন্ত্র শুরু করেছে, তার অংশ হিসেবেই সাতক্ষীরা-৪ আসনে ২০-দলীয় জোটের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবদুল বারীকে ১৬ ডিসেম্বর পুলিশ গ্রেফতার করেছে। গতকাল এক বিবৃতিতে এ অভিযোগ করে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন মুখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও কার্যত তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে।

 সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের কোথাও গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না, বরং পদে পদে বাধা দেওয়া হচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের নির্বাচনী মিছিলে হামলা করে নেতা-কর্মীদের মারধর ও লাঠিপেটা করছে। কোথাও কোথাও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পোস্টার ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে নির্বাচনী অফিস পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নির্বাচনী মিছিলে গুলি করে বিরোধী দলের প্রার্থী এবং নেতা-কর্মীদের আহত করছে।

সর্বশেষ খবর