শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অভিযোগের পাহাড় খুলনা বিএনপির

সামছুজ্জামান শাহীন, খুলনা

অভিযোগের পাহাড় খুলনা বিএনপির

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অধিকাংশ আসন নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীদের অভিযোগের পাহাড় জমেছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা ও হুমকি, মিথ্যা মামলায় গ্রেফতার-হয়রানি এবং জামিন পাওয়ার পরও পুরনো মামলায় শ্যোন অ্যারেস্ট। নির্বাচন কর্মকর্তারা এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত তিন দিনে খুলনায় যা ঘটেছে তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। ধানের শীষের পক্ষে প্রচারণা বন্ধ করতে নেতা-কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ও মহিলাদের নাস্তানাবুদ করা হয়েছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে। তবে নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে অপপ্রচার চালানো হচ্ছে। খুলনায় নির্বাচনী প্রচারণায় বাধা ও হয়রানির প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘করিৎকর্মা পুলিশের কর্মযজ্ঞ দেখে আমাদের হাসি পায়। যারা আমাদের হুমকি দেয়, মারপিট    করে, বাড়িতে আগুন দেয়, পোস্টার ছিঁড়ে তাদের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন নেই। অ্যাকশন আছে বিএনপির নেতা-কর্মীর ওপর।’ তিনি বলেন, শুধু খুলনা-২ ও ৩ আসনেই হামলা-মামলা ও সরকারি দলের নির্বাচনী আচরণ বিধিভঙ্গের ১৭টি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাগেরহাট ও সাতক্ষীরায় বিএনপির প্রার্থীদের প্রচারণায় একই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ ও আওয়ামী লীগের প্রতিহিংসামূলক আচরণ জনগণ দেখতে চায় না বলেই এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি ও যোগীপোল ইউপির সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি দেখতে গেলে আওয়ামী লীগের কর্মীরা আমাদের ঘিরে ফেলে ও হুমকি দেয়।

ধানের শীষের পক্ষে প্রচারণাকালে পুলিশের সামনেই মহিলা কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। তবে নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝে বিএনপি ও জামায়াত নির্বাচন থেকে সরে দাঁড়াতে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন।

সর্বশেষ খবর