বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাড্ডাহাড্ডি লড়াই হবে অভিজ্ঞ আর নবীনদের

চট্টগ্রামের সাত আসন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের সাতটি আসনে চলছে অভিজ্ঞ ও নতুনদের লড়াই। এসব আসনে মহাজোটের অভিজ্ঞ প্রার্থীদের সঙ্গে লড়াই হবে ২০-দলীয় জোটের নতুনদের মধ্যে। এ অঞ্চলের সাতটি আসনে মহাজোটের উন্নয়নের বিপরীতে দলীয় প্রতীক ও কোন্দলের কারণে সমানতালে পাল্লা দেবেন ধানের শীষের প্রার্থীরাও। উত্তর চট্টগ্রামের সাতটি আসনের প্রতিটিতে মহাজোট পুরনোদের ওপর ভরসা করলেও ২০-দলীয় জোট আস্থা রেখেছে নতুনদের ওপর। তাই উত্তরের প্রতিটি আসনেই সর্বশেষ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফের মনোনয়ন দিয়েছে মহাজোট। অন্যদিকে এ সাত আসনের ছয়টিতেই নতুন প্রার্থী দিয়েছে ২০-দলীয় জোট।

চট্টগ্রাম-১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ আসনে মোশররফের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ২০-দলীয় জোটের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। জাতীয় নির্বাচনে নতুন হলেও অতীতে ইউপি সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল আমিন। চট্টগ্রাম-২ আসনে কঠিন সমীকরণে দুই জোট। এ আসনে নির্বাচন হবে মূলত ত্রিমুখী। এখানে মহাজোট প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী, ২০-দলীয় জোটের প্রার্থী আজিম উল্লাহ বাহার ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলামের মধ্য থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন। চট্টগ্রাম-৩ আসনে মহাজোট প্রার্থী মাহফুজুর রহমান মিতা আর ২০-দলীয় জোট প্রার্থী মোস্তফা কামাল পাশার অবস্থান সমানে সমানে। সন্দ্বীপে বিদ্যুৎ নেওয়াসহ গত পাঁচ বছরে ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কারণে মিতা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম। তবে দলেরই একটি অংশ তার বিরোধিতা করে আসছে। এদিকে ২০-দলীয় জোট থেকে ইসাক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও প্রার্থিতা বৈধতার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী। চট্টগ্রাম-৫ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পক্ষান্তরে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচনী মাঠের নতুন সৈনিক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে। একইভাবে চট্টগ্রাম-৬ আসনে মহাজোটের অভিজ্ঞ প্রার্থী এ বি এম ফজলে করিমের বিরুদ্ধে ২০-দলীয় জোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে জসিম উদ্দিন সিকদারকে। চট্টগ্রাম-৭ আসনে মহাজোটের প্রার্থী সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের বিপরীতে ২০-দলীয় জোটের হয়ে লড়ছেন এলডিপির নুরুল আলম। এ আসনে এলডিপির তেমন জনপ্রিয়তা না থাকলেও বিএনপির কাঁধে ভর করে জয়ী হতে চান তিনি।

সর্বশেষ খবর