বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা

বরিশাল-৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রচারণার ১০ম দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। গতকাল দুপুর ১২টায় নগরীর নতুনবাজার এলাকায় গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন সদর (বরিশাল-৫) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় বরিশালের উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষে নীরব বিপ্লব ঘটানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। গণসংযোগকালে সরোয়ার গণমাধ্যমকে বলেন, সিইসি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছে, অথচ বিএনপির প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গণসংযোগ, প্রচার-প্রচারণায়, পোস্টার লাগানোর সময়, বাসায় বাসায় গিয়ে নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। তিনি এখনো লেভের প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এদিকে গতকাল দুপুরে নগরীর নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন সদর (বরিশাল-৫) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় তিনি বরিশালের মানুষের জীবনমান উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিএনপির গণগ্রেফতারের অভিযোগের বিষয়ে পুলিশই ভালো জবাব দিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল দুপুরে নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহেআলম। মতবিনিময় সভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ খবর