শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে বিএনপির ভোট রক্ষা কমিটি

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে কেন্দ্র কমিটির পাশাপাশি এবার ‘ভোটরক্ষা’ নামে নতুন কমিটি করছে বিএনপি। থাকছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও। ১৫ ডিসেম্বর এই কমিটি গঠনের কাজ চূড়ান্ত হয়েছে। দলের একনিষ্ঠ পুরুষ ও নারী কর্মীদের নিয়ে গঠিত হয়েছে আলাদা এই কমিটি। প্রতিটি সংসদীয় আসনের জন্য কেন্দ্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। পুরুষ কমিটিতে ১৫০ এবং নারী কমিটিতে থাকছে ৫১ করে সদস্য। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুরুষরা থাকবে ভোট কেন্দ্রে আর নারীরা যাবে ভোটারদের বাড়ি বাড়ি। যাতে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো যায়। সেই সঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে             নিজের ভোট দিতে পারে, সেটি লক্ষ্য রাখা এই কমিটির কাজ। নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল হক রানা বলেন, প্রতিটি কেন্দ্র অনুযায়ী নির্বাচন পরিচালনার যে কমিটি থাকে, সেই কমিটিই গঠন করা হয়েছে। তারা মূলত কেন্দ্র কমিটির পাশাপাশি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করবে। নগর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তারা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছেন মানুষ ভোট দিতে পারেনি। এবার যাতে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে, সেটি নিশ্চিত করতে ভোটরক্ষা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি সূত্র জানায়, রাজশাহীর প্রতিটি নির্বাচনী আসনে কেন্দ্র কমিটির পাশাপাশি আলাদা একটি কমিটি কাজ করবে। ৩০ থেকে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি হয়েছে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিতদের নিয়ে। বিএনপি নেতাদের দাবি, জেলাজুড়ে কেন্দ্র অনুসারে থাকছে কমিটি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটে কোনো বিঘ্ন যেন না ঘটে তা পর্যবেক্ষণই হবে কমিটির কাজ। ২৯ ও ৩০ ডিসেম্বর কার্যক্রম চালাবেন এই কমিটির সদস্যরা। বিএনপির সঙ্গে এ কমিটিতে থাকছেন নিবন্ধনহীন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও।

সর্বশেষ খবর