বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা পেপারের ২০ ভাগ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারহোল্ডাররা এবার ২০ ভাগ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন। কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেন। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘রাজদর্শন’ হলে এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির উপদেষ্টা এ আর রশিদী। উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির পরিচালক মো. ইমরুল হাসান ও নাজমুল আলম ভূইয়া, মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, বসুন্ধরা মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা মির্জা মুজাহিদুল ইসলাম ও কোম্পানি সচিব এম নাসিমুল হাই। এ আর রশিদী বলেন, বসুন্ধরার কাগজ ও সামগ্রী আন্তর্জাতিক মানের। এ কারণে ২৩টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন, আইপিওর টাকায় মেশিনারিজ আমদানি করা হচ্ছে। এ মেশিনারিজে উৎপাদন শুরু হলে আরও বেশি কাগজ ও সামগ্রী বাজারে সরবরাহ করতে পারবে বসুন্ধরা পেপার মিলস। এজিএমে কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী ও প্রতিবেদন অনুমোদিত হয়। প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৬৩ পয়সা ও সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১৮ পয়সা। সভায় ভালো লভ্যাংশ দেওয়ায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ, ধারাবাহিক মুনাফা অর্জন ও কোম্পানির উৎপাদনসক্ষমতা বাড়ানোর পদক্ষেপ এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান।

সর্বশেষ খবর