শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

হেভিওয়েট-নবীন লড়াই খুলনায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

হেভিওয়েট-নবীন লড়াই খুলনায়

একাদশ সংসদ নির্বাচনে খুলনায় জোরেশোরেই চলছে নির্বাচনী প্রচারণা। নানা ছন্দে ও গানের সুরে মাইকিং চলছে শহরের অলি-গলি, পাড়া-মহল্লায়। খুলনার ছয়টি আসনে হেভিওয়েটদের পাশাপাশি এবার ভোটযুদ্ধে নেমেছেন ২৫ জন নতুন প্রার্থী। এর মধ্যে খুলনা-২ ও ৬ আসনে প্রচারণায় চ্যালেঞ্জ ছুড়েছেন মহাজোটের নতুন দুই প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল এবং মো. আক্তারুজ্জামান বাবু। অপরদিকে খুলনা-৩ ও ৪ আসনে বিএনপির নতুন প্রার্থীরা চমক দেখানোর অপেক্ষায় আছেন। খুলনা-১ ও ৫ আসনে পুরনো লড়াইয়ে ফিরেছেন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের প্রার্থীরা। নির্বাচনে খুলনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এর মধ্যে নৌকার প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এমপি ছিলেন। এখানে বিএনপির     আমীর এজাজ খান ও জাতীয় পার্টির সুনীল শুভ রায় আগেও প্রার্থী ছিলেন। তবে ইসলামী আন্দোলনের মাওলানা আবু সাইদ ও কমিউনিস্ট পার্টির অশোক কুমার সরকার প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন। খুলনা-২ আসনে বিএনপির সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে রয়েছেন ৬ নতুন প্রার্থী। প্রথমবার নির্বাচন করলেও এখানে মহাজোট প্রার্থী ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল রয়েছেন হেভিওয়েটদের তালিকায়। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সমন্বয়ে তিনি রয়েছেন প্রচারণার শীর্ষে। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের দুবারের এমপি মন্নুজান সুফিয়ানের প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকে বিএনপির তরুণ নেতা রকিবুল ইসলাম বকুল। পাশাপাশি ইসলামী আন্দোলনের মোজ্জাম্মিল হকসহ অন্যরা নতুন প্রার্থী। বিএনপির রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আমার বিপরীতে আওয়ামী লীগের হেভিওয়েট মন্নুজান সুফিয়ান প্রতিদ্বন্দ্বিতায় আছেন। নির্বাচনে আমি নতুন হলেও আমার জনপ্রিয়তা দেখে তিনি ভীত হয়ে পড়েছেন। আমার কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।’ এদিকে খুলনা-৪ ও ৬ আসনে ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনই নতুন মুখ। একমাত্র আবদুস সালাম মুর্শেদী নির্বাচনে তফসিল ঘোষণার দুই মাস আগে উপ-নির্বাচনে খুলনা-৪ আসনের এমপি নির্বাচিত হন। এবার খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল ও খুলনা-৬ আসনে আওয়ামী লীগের আক্তারুজ্জামান বাবু, জামায়াতের আবুল কালাম আজাদ (ধানের শীষ) ও জাপার শফিকুল ইসলাম মধুর সমর্থকরা প্রচারণায় রয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী আবদুস সালাম মুর্শেদী বলেন, খুলনার রূপসা-তেরখাদা ও দিঘলিয়ায় সব দলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচারে আছেন। যদিও এই আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল গতকাল সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। খুলনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের প্রতিপক্ষ জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। দুজনেই এই আসন থেকে আগে এমপি হয়েছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম পরওয়ার নির্বাচনী প্রচারণায় তার কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন।

সর্বশেষ খবর