শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কম সময়ে বেশি খবর পড়েন পটুয়াখালীবাসী

পটুয়াখালী প্রতিনিধি

কম সময়ে বেশি খবর পড়েন পটুয়াখালীবাসী

পটুয়াখালীর ব্যস্ত মানুষ কম সময়ে বেশি খবর পড়ে ফেলতে চান বলেই তাদের কাছে বাংলাদেশ প্রতিদিন পছন্দের পত্রিকা। এ কারণে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি দক্ষিণাঞ্চলেও যেমন ব্যাপক জনপ্রিয়, তেমনি পটুয়াখালীর পাঠকদের কাছেও সবচেয়ে প্রিয়। এজেন্ট ও হকাররা জানান, পত্রিকাটি প্রতিনিয়তই অন্য পত্রিকার চাইতে জনপ্রিয় হয়ে উঠছে। তাই চলেও অনেক বেশি। এটি পাঠকদের আকৃষ্ট করার কারণ— দামে কম, আর অন্য পত্রিকার চেয়ে ছোট পরিসরে সব খবর ছাপা হয়। ব্যস্ত মানুষের হাতে সময় কম, তাই সংক্ষেপে তারা সব খবর পড়তে পারেন। পটুয়াখালী জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সদস্য আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পাঠকদের কাছে আকর্ষণীয় কারণ এর দাম কম। কম দামে সব সংবাদ পড়তে পারেন— তাই পাঠকরা এ পত্রিকাটি বেশি পড়েন। লিমিটেডের সভাপতি আবদুর রশিদ খান বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সবচেয়ে বেশি বিক্রি হয়। অন্যান্য পত্রিকায় যে সব খবর বড় আকারে ছাপা হয় সে খবর ছোট পরিসরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপা হয়, এইসঙ্গে আরও অনেক বেশি বেশি খবর থাকে— ফলে পাঠকরা এটি পড়তেই আগ্রহী থাকেন। এসব কারণেই পত্রিকার কাটতি বেশি। পাঠকদের চাহিদাও বেশি। পটুয়াখালী ইউনাইটেড পেপার এজেন্সির ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সবচেয়ে বেশি বিক্রি হয়। দাম কম, আর লেখার মান ভালো— তাই গ্রাহকদের মাঝে পত্রিকার চাহিদা বেশি। ছোট এই পত্রিকায় সব খবরই পাওয়া যায়।

সর্বশেষ খবর