শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণ কেন্দ্রে গেলে নীলনকশা কাজে আসবে না : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে বহুস্তরের কারচুপির নীলনকশা করেছে সরকারি দল। এখন সেসব বাস্তবায়ন চলছে। নির্বাচনের দিনে ভোটগ্রহণ ও গণনায়  কারচুপির নানা আশঙ্কা রয়েছে। কিন্তু জনগণ ভোটকেন্দ্রে গেলে, ভোটাধিকার রক্ষায় সক্রিয় থাকলে কোনো নীলনকশা কাজে আসবে না। গতকাল বিজ্ঞান কলেজ, তেজকুনি পাড়া ও তেজতুরি বাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন করার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি মানুষকে ক্ষমতাহীন করে ভয়-গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে।

 এমন পরিস্থিতিতে জনগণকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে যা মোটেই কোনো শান্তিপূর্ণ পরিবেশের বৈশিষ্ট্য নয় বরং একটা একচ্ছত্র আধিপত্যের প্রকাশ। এছাড়া বিরোধী সব দল ও মতের ওপর হামলা চলছে। এটি সহিংস পরিস্থিতি সৃষ্টির সুস্পষ্ট উসকানি। সহিংসতামুক্ত নির্বাচন করতে হলে সবার জন্য সমান ও ভয়হীন প্রচারের সুযোগ সৃষ্টি করতে হবে।

সর্বশেষ খবর