শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি প্রার্থীর যত অভিযোগ

বরিশাল-৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা আশা করেছিলাম নির্বাচন অবাধ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা এখন দেখছি বরিশালে সাঁরাশি অভিযান চলছে এবং দিনরাত এটা অব্যাহত রয়েছে। এই গণগ্রেফতারে বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতাদেরকে গ্রেফতার করছে। এমনকি তাদের হাত থেকে যে মহিলা দল লিফলেট বিতরণ করতে গিয়েছে তারাও রেহাই পায়নি। আজকে মহিলারাও ঠিকমতো প্রচারণা করতে পারছে না। যেখানে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে। এই গণগ্রেফতার নির্বাচনটা যাতে স্বচ্ছ না হয় তার জন্য তারা করছে। তিনি আরও বলেন, আমরা যেটা দেখছি অত্যন্ত দুঃখজনকভাবে আজকে সরকার পিছনের দিকে যাচ্ছে, সরকার সামনের দিকে এগিয়ে আসার জন্য স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য কোনো ব্যবস্থা করছে না। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নাই আর সিইসি বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড আছে। গতকাল দুপুরে নগরীর কাউনিয়ার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।

সর্বশেষ খবর