শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৩০ কেজি সোনাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা এলাকা থেকে প্রায় ৩০ কেজি ওজনের ২৬০টি সোনার বারসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক করা সোনার বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা। গতকাল বেলা ১১টার দিকে এ সোনা আটক করা হয়।

এদিকে হামানদিস্তার ভিতর থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এ সময় জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে ওমান থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই যাত্রী।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার ই জাহান বলেন, জাহিদুল সুকৌশলে একটি হামানদিস্তার মধ্যে করে এই সোনা আনেন। লাগেজ স্ক্যানিংয়ে এটির অস্তিত্ব ধরা পড়ে। এরপর যাত্রীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই হামানদিস্তা ভাঙা হয়।

সর্বশেষ খবর