শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শীতের সবজিতে স্বস্তি বাড়ছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক

শীতের সবজিতে স্বস্তি বাড়ছে চালের দাম

বাজার দর

ভরপুর শীতের সবজির কারণে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল। দীর্ঘদিন ধরে একই দামে অবস্থান করছে বেশিরভাগ সবজির দর। বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে। তবে ব্রয়লার মুরগির দর আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। এদিকে বাজারে মোটা চালের দর কিছু কমেছে, চিকন চালের দর কিছুটা বাড়ন্ত। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বর্তমানে বাজারে প্রতিকেজি টমেটো ৬০-৭০ টাকা, শিম ৪০-৬০ টাকা, শসা ও কাঁচামরিচ ৪০ টাকা, গাজর ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মূলা ৩০ টাকা, বেগুন ৪০-৬০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা, করলা ৪০-৬০ টাকা, শালগম ৩০ টাকা, কাঁকরোল ৩৫-৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাতা পিয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে। শান্তিনগর বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিপিস বাঁধাকপি ও ফুলকপি ২০-৩০ টাকা, লাউ ৩০-৪০ টাকা এবং জালি কুমড়া ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি কলমি শাক ও লালশাক ১০-১৫ টাকা, লাউ শাক ২০-২৫ টাকা, পালং শাক ও পুঁই শাক ১৫-২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দাম কমেছে বাজারে আসা মৌসুমের নতুন আলু। প্রতিকেজি ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতিকেজি আদা ১৪০ টাকায়, রসুন ভারতীয় ৫০ ও দেশি রসুন ৮০ টাকা।

সর্বশেষ খবর