শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাশ্রয়ী মূল্যে ভালো খবরের কারণে ব্যাপক চাহিদা

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

সাশ্রয়ী মূল্যে ভালো খবরের কারণে ব্যাপক চাহিদা

শত ব্যস্ততা নিয়ে দিন শুরু হলেও সকালের তাজা খবরে একবার চোখ বুলিয়ে নিতে ভোলেন না পত্রিকা পাঠকরা। তারা বস্তুনিষ্ঠ সংবাদের নিশ্চয়তায় হাতে তুলে নেন বাংলাদেশ প্রতিদিন। আর এই নিশ্চয়তার সঙ্গে কুষ্টিয়াতে পাঠক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বেলা ১১টার মধ্যে পত্রিকাটির বিক্রি শেষ হয়ে যায়।

এজেন্ট ইউসুফ আলী বলেন, ‘সাশ্রয়ী মূল্যে ভালো খবর পাওয়ার কারণে বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি চলে। আমাদের পত্রিকার শতভাগ বিক্রি হওয়ায় আর ফেরতও নিতে হয় না।’ এ ছাড়াও এজেন্ট আবদুল হামিদ, রমজান আলী, মো. হাফিজ, ফারুক হোসেন ও শহিদুল ইসলাম একই কথা জানান। তাদের মতেও বাংলাদেশ প্রতিদিনের চাহিদা এখানে সবচেয়ে বেশি।

 পত্রিকাটির মূল্য থাকে পাঠকদের হাতের নাগালে। ঝটপট চোখ বুলিয়ে অল্প কথার মধ্যে অনেক সংবাদ পাওয়া যায়। তারা ভালো খবরটি পাওয়ার আশায় বাংলাদেশ প্রতিদিন কিনে থাকেন। দিনশেষে অন্য সব পত্রিকা ফেরত নিতে হয় অথচ বাংলাদেশ প্রতিদিন এমন একটি পত্রিকা— যার একটি কপিও ফেরত নিতে হয় না।

সর্বশেষ খবর