শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ধরে রাখতে হবে : তোফায়েল

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় নির্বাচনী প্রচারণা করতে এসে মনে হয় জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি তো আমাদের মাঝে আছেন। কারণ জাতির পিতার মৃত্যু নেই। তার আদর্শ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পথে এগিয়ে চলছেন। গতকাল ভোলা-১ সদর আসনে নির্বাচনী প্রচারণার পথসভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যারা ২০০১ সালে বাড়িঘর পুড়িয়েছে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রতিশোধ নেবেন।

মা বোনের ইজ্জত লুট করেছে। যারা খাবার প্লেট কেড়ে নিয়েছে। যারা নিরীহ মানুষের গলায় জুতার মালা পরিয়েছে। ২০০১ সালের অত্যাচারের প্রতিশোধ আমরা নেইনি। কিন্তু আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে এই অত্যাচারের প্রতিশোধ নেবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ এর প্রসঙ্গ তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার এসব সুযোগ-সুবিধা দেওয়ায় দেশে দারিদ্র্যের হার কমে গেছে। আজকে মানুষ টিনের ঘরে থাকে। ভোলা আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর প্রমুখ। এদিকে তোফায়েল আহমেদ গতকাল গুইংগার হাটে পথসভার মধ্যদিয়ে দিনের প্রচারণা শুরু করেন। পরে গাজারিয়া বাজারসহ দুপুর পর্যন্ত  উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫টি পথসভা করেন। বিকালে দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং রাতে ধনিয়া ইউনিয়নে পথসভা করেন।

সর্বশেষ খবর