শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ইশতেহার ঘোষণা

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

নাগরিক সুবিধা প্রদান, দুর্নীতি ও সন্ত্রাস শুধু দমন নয়; নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ, রাজনীতিতে গুণগত পরিবর্তনসহ ৩২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এভাবে চলতে থাকলে দেশে গুম, খুন বেড়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলব, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

সর্বশেষ খবর