শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পোস্টার সংকটে এরশাদের জাপা

রংপুর-৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মনোনয়নপত্র দাখিলে নেই। এমনকি নেই মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের সময়ও। নির্বাচনী প্রচারণা কিংবা গণসংযোগেও নেই। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে রয়েছেন সিঙ্গাপুরে। তার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে তার নাম। লাঙ্গলের দুর্গখ্যাত রংপুর-৩ আসনে যথাযথ নির্দেশনা আর আর্থিক সংকটে ঢিলেঢালাভাবে প্রচারণা চলছে।

অসুস্থতার কারণে এরশাদের এমন অনুপস্থিতি ব্যালটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। যদিও স্থানীয় নেতারা কোনোরকমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকার অধিকাংশ স্থানেই এরশাদের ব্যানার-পোস্টার নেই। বৈরী আবহাওয়ায় পোস্টার ছিঁড়ে পড়লেও নতুন পোস্টার এখনো ঝোলানো হয়নি। সরেজমিন দেখলে মনে হবে, যেন পোস্টার সংকটে ভুগছে এরশাদের দল। এদিকে নির্বাচনের সময় হঠাৎ করেই দলীয় প্রধানের অনুপস্থিতিতে কিছুটা অস্বস্তিতে রয়েছেন স্থানীয় নেতারা। রংপুর সিটি করপোরেশনের মেয়র মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির ও জেলা যুগ্মসাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা কয়েকদিন নগরের বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে ভোট চেয়েছেন। রংপুর সদর আসনে এরশাদ ছাড়া আওয়ামী লীগের আর কোনো প্রার্থী নেই। ফলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অলস সময় পার করছেন। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল বলেন, ‘রংপুর সদর আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এখানে এরশাদ হচ্ছেন মহাজোটের প্রার্থী। আমরাও চাই তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া পাওয়া যায়নি। তার পরও আমরা মহাজোটের প্রার্থী হিসেবে এরশাদের পক্ষে প্রচারণা চালাচ্ছি। অচিরেই পুরোদমে প্রচারণায় অংশ নেব।’ রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘আমরা প্রচারণা চালাচ্ছি।’ এ সময় তিনি জানান, মহাজোটের শরিক আওয়ামী লীগ, যুবলীগসহ অন্য অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। দু-তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর