সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিন, স্বাধীনতা বিরোধীদের বর্জন করুন

পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান দেশবাসীর উদ্দেশে বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিন। স্বাধীনতাবিরোধীদের বর্জন করুন। এই নির্বাচনে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে দেশে সন্ত্রাসী তাণ্ডব চলবে। আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ চাই না, শান্তি চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিন—স্বাধীনতাবিরোধী ও সহযোগীদের বর্জন করুন শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন,    নাট্যজন রামেন্দু মজুমদার, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল প্রমুখ। ড. মশিউর রহমান বলেন, ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য একাত্তরের মতো আর একবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।  কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্রকরে একাত্তরের মতো আন্তর্জাতিক চক্রান্ত চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, বিএনপি নেতা তারেক জিয়া আইএস-এর সঙ্গে আঁতাত করে দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সজাগ থাকতে হবে। কামাল লোহানী বলেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজাকার এবং নব্য রাজাকার এক হয়েছে।

 

সর্বশেষ খবর