সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে নির্বাচনী মাঠে হঠাৎ উত্তাপ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটে শুরু থেকেই শান্তিপূর্ণ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে শেষ দিকে এসে এখানকার নির্বাচনী মাঠে কিছুটা হলেও হঠাৎ উত্তাপ শুরু হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। গত শনিবার দিবাগত গভীর রাতে নগরীর শাহপরান এলাকায় সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনা সিলেটে নির্বাচনী উত্তাপে সর্বশেষ সংযোজন। এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এর আগে মোমেনের প্রচার মাইকে হামলার অভিযোগ করেছিল আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিও হামলার শিকার   হওয়ার অভিযোগ করছে। কয়েক দিন আগে শহরতলির খাদিমপাড়ায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রচার মাইকে হামলা হয়েছে বলে তাদের অভিযোগ। এ ছাড়া পুলিশের সঙ্গে মিলে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের বাসাবাড়িতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিএনপির এই প্রার্থী। এসব ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ মনে করে, সম্প্রীতির শহর সিলেটে নির্বাচনকে কেন্দ্র করে কোনো হামলা, সংঘাত, সহিংসতা যাতে না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। এদিকে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার সিলেটে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন হতে হবে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ। আমরা চাই সিলেট বিভাগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’ নির্বাচনী উত্তাপ বাড়া প্রসঙ্গে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘নির্বাচনের আগে একটি গোষ্ঠী হামলা চালিয়ে সিলেটের পবিত্র মাটিকে অপবিত্র করার চেষ্টা করছে। তাদের পরিণাম শুভ হবে না।’ একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। যারা অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের পরিচয় জাতি জানে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর