সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে পোস্টারে নেই বিএনপি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের তিনটি সংসদীয় আসনে বিএনপির তিনজন প্রার্থী আছেন। তিনজনই বিএনপির হেভিওয়েট প্রার্থী। তবে কোথাও তাদের পোস্টার, লিফলেট, ব্যানার   ও মাইকিংয়ে দেখা যাচ্ছেন না। হাতেগোনা কিছু প্রচারণা দেখা গেলেও তা ভোটারদের নজরে আসছে না। তবে নগর বিএনপির অভিযোগ, বিভিন্ন স্থানের দেওয়ালে পোস্টার ও ব্যানার লাগানো হচ্ছে। কিন্তু কে বা কারা তা ছিঁড়ে ফেলছে। দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন (বর্তমানে কারাগারে), চট্টগ্রাম-১০(ডবলমুরিং-হালিশহর) আসনে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনজন প্রার্থীই দলের শীর্ষ স্থানীয় হলেও পোস্টার-ব্যানারে তাদের প্রচারণা তেমন দেখা যাচ্ছে না। তবে ওয়ার্ডে ওয়ার্ডে তারা গণসংযোগ করছেন বলে জানা যায়। নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানার লাগালেও তা ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রথম দিকে পোস্টার লাগালেও ছিঁড়ে ফেলার কারণে এখন আর লাগানো হচ্ছে না। তবে আমাদের প্রার্থীদের গণসংযোগ অব্যাহত আছে। যদিও বিভিন্ন স্থানের গণসংযোগে হামলা করা হচ্ছে। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেওয়া নিয়েও শঙ্কায় আছেন।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর