সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমাকে নিঃসঙ্গ করে দেওয়া হচ্ছে

————— সরোয়ার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আমাকে নিঃসঙ্গ করে দেওয়া হচ্ছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমাকে নিঃসঙ্গ করে

দেওয়া হচ্ছে। পুলিশ আমার বাসা ঘিরে রাখায় দলের নেতা-কর্মীরা বাসায় যেতে পারছে না। প্রচারের সময় কেউ সঙ্গে নামলে তাকে গ্রেফতার করা হয়। সিনিয়র নেতাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত বরিশালের বাইরে থাকার নির্দেশ দিচ্ছে পুলিশ। গতকাল দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মজিবর রহমান সরোয়ার যখন এসব অভিযোগ করছিলেন, তখন প্রেস ক্লাবের বাইরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছিল। সরোয়ার প্রেস ক্লাবে পৌঁছার আগেই সেখান থেকে এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ ধরে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার এবং নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে সরোয়ার বলেন, আওয়ামী লীগ তাদের নিজেদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করছে। দিনরাত পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাসায় হানা দিচ্ছে। সরোয়ার বলেন, কয়েকজন সিনিয়র নেতাকে পুলিশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৩০ ডিসেম্বর পর্যন্ত বরিশালের বাইরে অবস্থান করার। তাহলে তাদের গ্রেফতার করা হবে না বলে পুলিশ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এসব ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে আক্ষেপ করেন তিনি। তবে আজ সোমবার থেকে সেনাবাহিনী নামলে পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করেন সরোয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর