সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ওসি প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহর প্রত্যাহার চেয়েছেন চট্টগ্রাম-১২ আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম। মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নিরপেক্ষ আচরণ না করার অভিযোগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের অভিযোগ— এবার বিএনপি নেতা-কর্মীদের জাল টাকার মামলায় পুলিশ গ্রেফতার ও হয়রানি করছে। এই অভিযোগে তিনিও গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এনামুল হক সংবাদ সম্মেলনে বলেন, তার নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ৬০ জন নেতা-কর্মীকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করেছে।

এদিকে আবু সুফিয়ান তার অভিযোগে বলেন, নাশকতার মামলা নয়, এবার বিএনপি নেতা-কর্মীদের জাল টাকার মামলায় পুলিশ গ্রেফতার ও হয়রানি করছে। আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামি ও বোয়ালখালী থানায় বিএনপির কর্মী রুবেল ও ইস্কান্দরসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাউকে মোবাইল চুরির মামলা আবার কাউকে জাল টাকার মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর