সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংবাদপত্রের স্বাধীনতাসহ ২৮ দফা ইশতেহার ঘোষণা গণফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা, সব ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠাসহ ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণফ্রন্ট। গতকাল রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থীদের পাশাপাশি স্বাধীনতার     স্বপক্ষের প্রার্থীদের বিজয়ী করুন। স্বাধীনতার পক্ষের শক্তি বিজয়ী হলে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। ইশতেহারে আরও রয়েছে, দেশটাকে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া হতে দেওয়া যাবে না। সব মহলকে পরমতসহিষ্ণুতা, সমঝোতা করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিসহ অন্যান্য ধর্মের অনুভূতিতে যাতে কেউ আঘাত না করতে পারে এ বিষয়ে আইনি সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। দেশের মেধাবী প্রজন্মকে মূল্যায়নে পদক্ষেপ নেওয়া হবে। কর্মক্ষম তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, গ্র্যাজুয়েটদের বেকারভাতা প্রদানসহ অন্যান্য কর্মমুখী ব্যবস্থা নেওয়া হবে। পেশাজীবীদের সার্বিক উন্নয়নের সুযোগ-সুবিধা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম দূর করে বিদ্যুৎ খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তোলাকে উৎসাহিত করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন যাতে না হয় সেদিকে পদক্ষেপ নেওয়া হবে। সবার জন্য সম আইনের শাসন কায়েম করা এবং বিচারিক কার্যক্রম যথাসম্ভব দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর