সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

হুমকিতে ডিসিদের বিচলিত না হওয়ার অনুরোধ ইসির

নিজস্ব প্রতিবেদক

হুমকিতে ডিসিদের বিচলিত না হওয়ার অনুরোধ ইসির

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাদের হত্যার হুমকিতে বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটি তাদের কর্মকর্তাদের কাছে পাঠানো এ ধরনের পত্রে বিচলিত না হয়ে সতর্কতা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে। গতকাল নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট ডিসিদের কাছে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়। এর আগে ১৯ ডিসেম্বর হত্যার হুমকির কথা জানিয়ে ইসিতে চিঠি দেন তারা। এর পরিপ্রেক্ষিতে সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা প্রশাসক ফরিদপুর ও রিটার্নিং অফিসার জানিয়েছেন তাকে হুমকি দিয়ে ডাক মারফত স্বাক্ষরবিহীন একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ তাদের পরিবার পরিজনের ওপর হামলা করা হবে। পাশাপাশি দেশের আরও কিছু স্থানে এ ধরনের চিঠি পাওয়া গেছে। এর জবাবে বিচলিত না হয়ে সতর্কতা ও নিরাপত্তার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে ইসি। সম্প্রতি মাদারীপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, বরগুনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়। ডিসিরা নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা জানান, মঙ্গলবার থেকে বিভিন্ন সময়ে তারা চিঠিগুলো পেয়েছেন। চিঠিতে নাম-ঠিকানা নেই। কিন্তু নির্বাচন সুষ্ঠু না হলে প্রশাসকসহ তাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর