সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আতঙ্কের মধ্যে বাম জোটের প্রার্থীরা নির্বাচন করছেন

-খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে বাম জোটের প্রার্থীরা নির্বাচন করছেন।

গতকাল তিনি এক বিবৃতিতে জয়পুরহাট ও চাঁদপুরে বাসদের নির্বাচনী পথসভা এবং প্রচারে হামলার নিন্দা জানিয়ে বলেন, মুখে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও বাস্তব সত্য হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া কোনো দলকেই নির্বিঘেœ নির্বাচনী কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রায় সব জেলাতেই বাসদ প্রার্থী এবং বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা হামলার শিকার হচ্ছেন। বিভিন্ন জায়গাতে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, প্রচার মাইক ভাঙচুর করা হচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সরে এসে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। পাশাপাশি জনগণকেও নিজেদের ভোটের অধিকার সংরক্ষণের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর