সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আতঙ্কের নয় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করুন

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করুন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ আতঙ্কের নির্বাচন চায় না, অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ব্যর্থ হলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœœ হবে। বিদেশে কর্মরত প্রবাসী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। গতকাল ই-মেইলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো অভিযোগপত্রে তিনি উপরোক্ত বিষয়ে প্রতিকার চান। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় হাতপাখা মার্কার প্রার্থী, কর্মী, সমর্থকদের হুমকি-ধমকি প্রদান, পিস্তল ঠেকানো এমনকি প্রার্থিতা পর্যন্ত প্রত্যাহার করতে সরাসরি ও ফোনে হুমকি প্রদান করা ঘটনা দুঃখজনক। আশা করি নির্বাচন কমিশন অভিযোগগুলো আমলে নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীরা যাতে প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর