সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং ও সমন্বয় সেল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি দল ও মহাজোট মনোনীত প্রার্থীদের নির্বাচনের সব কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করবে। এ লক্ষ্যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে ৮টি বিভাগের জন্য টেলিফোন ও ফ্যাক্স নাম্বার স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এবং সব জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম অনুরোধ জানিয়েছেন। ঢাকা বিভাগ ০২-৪৪৬১১৯০৩, সিলেট বিভাগ ০২-৪৪৬১১৯০৪, খুলনা বিভাগ ০২-৪৪৬১১৯০৫, বরিশাল বিভাগ ০২-৪৪৬১১৯০৬, চট্টগ্রাম বিভাগ ০২-৪৪৬১১৯০৭, ময়মনসিংহ বিভাগ ০২-৪৪৬১১৯০৮, রাজশাহী বিভাগ ০২-৪৪৬১১৯০৯, রংপুর বিভাগ ০২-৪৪৬১১৯১০, মনিটরিং সেল ফ্যাক্স- ০২-৪৪৬১১৯১১, দলীয় কার্যালয় ফোন ০২-৯৬৭৭৮৮১।

রাজধানীতে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা আজ, ব্যাপক প্রস্তুতি : এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা আজ। বেলা ১১টায় কামরাঙ্গিরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন। একই সঙ্গে নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিতে প্রস্তুতি শেষ করেছেন দলীয় এমপি প্রার্থীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সংগঠনের ৭৫টি ওয়ার্ড থেকে প্রায় ৩৫ হাজার যুবক অংশ নেবে জনসভায়। তাদের পরনে থাকবে লাল-সবুজ গেঞ্জি ও ক্যাপ। এ উপলক্ষে গতকাল দুপুরে কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ বর্ধিত সভায় দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে ৫০০ জনের মিছিল নিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে কামরাঙ্গিরচরে উপস্থিত থাকার নির্দেশ দেন। এদিকে এই জনসভাকে সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একাধিক বর্ধিতসভা করেছে। আজকের জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর