সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
আসলাম শিকদার হত্যা

চার বছর পর ধরা পড়ল খুনি

নিজস্ব প্রতিবেদক

২০১৪ সালের ৮ নভেম্বর যাত্রাবাড়ীর দনিয়ায় নিজ বাসায় নিহত হওয়া আসলাম শিকদারের মূল খুনি ধরা পড়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার হওয়া আবু তাহের ছিল মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাে র কথা স্বীকার করেছে। উল্লেখ্য, আসলাম শিকদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ বিছানার ওপর থেকে উদ্ধার করে পুলিশ। দিনদুপুরে ঘটানো এ হত্যার সময় নিহতের স্ত্রী পাশের রুমেই ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী নিলুফা বেগম যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটি থানা পুলিশ হয়ে ডিবিতে যায়। পরে এ ঘটনার তদন্তে গিয়ে জহির, গিয়াস উদ্দীন ওরফে গেসু, সুমন ওরফে ছয় ইঞ্চি সুমন, আরমান ও হযরত আলী নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু মূল পরিকল্পনাকারী আবু তাহের ছিল ধরাছোঁয়ার বাইরে। পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, আসলামকে হত্যার ২৩ মাস আগে বিপুল পরিমাণ মাদকসহ গে ারিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিমাকে গ্রেফতার করে পুলিশ। এর পেছনে আসলামের হাত রয়েছে বলে সন্দেহ করে রহিমা। এরপর রহিমা জামিনে মুক্তি পেয়ে তার স্বামীর কিলার হযরত আলীর সঙ্গে ষড়যন্ত্র করে আসলামকে হত্যার সিদ্ধান্ত নেয়। তাদের নির্দেশে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তাহের।

এজন্য সে রহিমার কাছ থেকে ৬ লাখ টাকা নেয়। এই টাকা থেকে নিজের ভাগ রেখে বাকিটা সহযোগীদের দিয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়। একপর্যায়ে সে কুমিল্লা ছেড়ে নারায়ণগঞ্জে আত্মগোপন করে। কিছুদিন আগে ডেমরার কোদাল ধোয়া এলাকায় থাকা শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর