মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগ দক্ষিণের শোডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগ দক্ষিণের শোডাউন

কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে গতকাল আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় যুবলীগের শোডাউনের একাংশ —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যুবলীগ দক্ষিণের দৃষ্টিনন্দন শোডাউন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সামনের স্থল পরিপূর্ণ ছিল যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন এবং দলীয় পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো ছিল চোখে          পড়ার     মতো। সরেজমিনে গতকাল দেখা গেছে, বেলা ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ৯টার মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী জনসভাস্থলে উপস্থিত হন। তাদের প্রত্যেকের হাতে সংগঠনের পতাকা, গায়ে লাল-সবুজ গেঞ্জি ও মাথায় সবুজ ক্যাপ। দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সভামঞ্চে এসে উপস্থিত হন, তখন যুবলীগের পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। সামনের সারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল আকৃতির ছবি এবং ফাইবারে ‘যুবলীগ’ লেখা ছিল দেখার মতো। প্রধানমন্ত্রী যখন নৌকা মার্কায় ভোট চান, তখন উপস্থিত জনতা দুই হাত তুলে এবং যুবলীগের পতাকা উড়িয়ে সমর্থন দেন। মাঠে বসে নেতা-কর্মীদের উৎসাহ দেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আর মঞ্চের পাশেই ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুবকরাই দেশের প্রাণশক্তি। যুবকরাই যে দিকে যাবে সেদিকেই যাবে দেশ। দেশে কোটি যুবক রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে একাধিকবার বর্ির্ধত সভা করেছি। দক্ষিণের অধীনে ৭৫টি ওয়ার্ড থেকে গড়ে ৫০০ জন যুবলীগ নেতা-কর্মীদের উপস্থিত থাকতে নিদের্শনা দেওয়া হয়েছিল। সবাই যথা সময়ে উপস্থিত হয়েছিলেন। জনসভাস্থলে জায়গা না হওয়ায় হাজার হাজার নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ভাষণ শুনেছেন। জনসভায় উপস্থিতি প্রমাণ করে আগামী ৩০ ডিসেম্বর রাষ্ট্র নায়ক শেখ হাসিনার উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে যুব সমাজ। বিশেষ করে রাজধানীতে প্রত্যেকটি আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থীরা বিজয়ী হবে ইনশা আল্লাহ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নির্বাচনী জনসভায় যুবলীগ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং ঢাকা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী সেলিমসহ অনেকেই শোডাউন করেন।

সর্বশেষ খবর