মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম কারাগারে হুলুস্থূল কাণ্ড!

ধারণক্ষমতা এক হাজার ৮৫৩, বন্দী ৯ হাজার ৫৯২

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সর্বসাকল্যে ধারণক্ষমতা এক হাজার ৮৫৩ জন। কিন্তু বর্তমানে এখানে কারাবন্দী আছে ৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে হাজতি ৮ হাজার ৮৮৭ জন এবং কয়েদি ৭০৫  জন। অতিরিক্ত এসব বন্দী নিয়ে বিপাকে আছে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় কারা অধিদফতর ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং কক্সবাজার জেলা কারাগারে ধারণ ক্ষমতার চার/পাঁচগুণেরও বেশি বন্দী আটক থাকায় উদভূত সমস্যা প্রসঙ্গে’ শীর্ষক একটি চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা     সেবা বিভাগে। এ চিঠিতে সৃষ্ট সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ধারণ ক্ষমতার পাঁচগুণ বন্দী থাকায় আবাসন এবং কারাগারের ভিতরে নিরাপত্তা নিয়ে নানা সমস্যা হচ্ছে। বিষয়টি কারা অধিদফতরে লিখিতভাবে জানানো হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, চট্টগ্রাম কারাগারে বর্তমানে পাঁচগুণের বেশি বন্দী আটক থাকায় তাদের আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অতিরিক্ত বন্দীর কারণে মাদকাসক্ত, বয়স্ক বন্দী, চিহ্নিত জঙ্গিদের আলাদাভাবে রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

 

সর্বশেষ খবর